বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঝিনাইদহের সাবেক দুই এমপির অন্তর্বর্তীকালীন জামিন  

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের সাবেক দুই এমপির অন্তর্বর্তীকালীন জামিন  

ঝিনাইদহ জেলা আ.লীগের নেতা ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার ও ঝিনাইদহ- ২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। মামলার আগামী ধার্য্য দিন পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।

তাদের দুজনের নামেই ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম.এ মজিদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। এছাড়া তাহজিব আলম সিদ্দিকী সমিরের বিরুদ্ধে ১১ বছর আগে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা মামলা রয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারকে তার ঝিনাইদহের বাসা থেকে এবং গত ৮ নভেম্বর তাহজিব আলম সিদ্দিকী সমিকে ঢাকা থেকে র্যাব গ্রেপ্তার করে। এরপর থেকে তারা দুজনই ঝিনাইদহ জেলা করাগারে ছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান তারা দুজনেই কারাগার থেকে ছাড়া পেয়েছেন। 

টিএইচ